দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় ডিএনএ প্রতিবেদন হাতে পেয়েছে পুলিশ। এতে রবিউলের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ইমাম জাফর।
গত বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পায়।
পুলিশ জানায়, ইউএনওর ওপর হামলার ঘটনায় ইউএনওসহ বাড়ির সদস্যদের পরনের কাপড়, সংগৃহীত বিভিন্ন আলামতে চারজনের ডিএনএর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনজন হলেন ইউএনও ওয়াহিদা, তার বাবা ও তার ছেলে। অপরজন হলেন হামলার ঘটনায় অভিযুক্ত তাঁরই বাসভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী রবিউলের।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ইউএনওর ওপর হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল।
মানবকণ্ঠ/এসকে