করোনাভাইরাস (কোভডি-১৯) প্রতিরোধে ভারতের তৈরি টিকা বাংলাদেশ সময়মতো পাবে বলে জানিয়েছেন ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে নতুন হাইকমিশনার করোনার টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে ‘যথেষ্ট গুরুত্ব’ দেয়। ভারতে যে করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদিত হবে সেটা বাংলাদেশ ‘সময়মতো’ পাবে।
এদিন বিকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দোরাইস্বামী। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন শুরু করলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।
এর আগে ভারতের নতুন হাইকমিশনার বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।
মানবকণ্ঠ/এসকে